নতুন রূপে ফিরছেন ‘জেমস বন্ড’-কে বিদায় বলা ক্রেইগ
হলিউডে দীর্ঘদিন ধরে জেমস বন্ডের ভূমিকায় অভিনয়ের পর চরিত্রটি থেকে সরে দাঁড়ানোর পর সম্প্রতি নিজের অনুভূতি ব্যক্ত করছেন ড্যানিয়েল ক্রেইগ।
৫৭ বছর বয়সি এই অভিনেতা ২০০৬ থেকে ২০২১ পর্যন্ত পাঁচটি মুভিতে ব্রিটিশ সিক্রেট সার্ভিস এজেন্ট জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছেন। অবশেষে তিনি এ চরিত্রকে বিদায় জানিয়েছেন।
ক্রেইগ জানিয়েছেন, বন্ড যুগে অন্য প্রকল্পে কাজ করার সময় তিনি কিছুটা অস্বস্তি অনুভব করতেন। তাই এখন তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে চান।
০০৭ খ্যাত এই তারকা বলেন, ‘আমি এখন সেই সব কাজকে না বলছি না, যেগুলো আগে করতে একটু সতর্ক থাকতাম।’
‘নাইভস আউট’ তারকা ব্যাখ্যা করে বলেন, ‘যখন বন্ড আমার জীবনের অংশ ছিল, তখন সেই চরিত্রের সঙ্গে অন্য কোনো ভূমিকাকে মেলানো মাঝে মাঝে অস্বস্তিকর লাগত।’
জেমস বন্ড চরিত্র ছাড়ার পর এখন তিনি আরও কঠোর পরিশ্রম করছেন বলে স্বীকার করেছেন ক্রেইগ। তবে এই নতুন অধ্যায়টি তিনি উপভোগ করছেন বলেও জানিয়েছেন।
রেডিও টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ড্যানিয়েল বলেন, ‘আমি এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি পরিশ্রম করছি, কিন্তু আগের চেয়ে অনেক বেশি উপভোগও করছি। আমি এখন সত্যিই ভিন্ন ধরনের, আকর্ষণীয় কাজ করার সুযোগ পাচ্ছি।’
কিংবদন্তি এই অভিনেতা বর্তমানে Wake Up Dead Man: A Knives Out Mystery মুভির মুক্তির অপেক্ষায় আছেন।
এ সিনেমায় তিনি আবারও বেসরকারি গোয়েন্দা বেনোয়া ব্লাঙ্ক চরিত্রে ফিরবেন, সঙ্গে থাকবেন নতুন সব তারকা—মিলা কুনিস, জেরেমি রেনার, জশ ব্রোলিন, গ্লেন ক্লোজ এবং অ্যান্ড্রু স্কট।
