গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে এবার আওয়াজ তুলল স্পেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:১১ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ এএম
যুদ্ধ বিরতির ভেতরও থেমে নেই গাজায় ইসরায়েলের আগ্রাসন। প্রতিদিনই যুদ্ধ বিরতি ভঙ্গ করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এবারে এমন অমানবিক কার্যকলাপে আওয়াজ উঠালো স্পেন।
পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর ও ইসরায়েলি আগ্রাসন পুরোপুরি বন্ধের দাবি জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
বুধবার (১০ ডিসেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদে সাক্ষাৎ করেন এই দুই নেতা। গাজায় চলমান সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার জোরালো দাবি জানান তারা।
ফিলিস্তিনে চলমান গণহত্যার নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের শাস্তির আওতায় আনা উচিৎ বলেও মন্তব্য করেন সানচেজ।
তিনি জোর দিয়ে বলেন, গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধে সাম্প্রতিক যুদ্ধবিরতি বাস্তবিক হওয়া উচিত, ‘কাল্পনিক’ নয়।
