লিড নিয়েও ম্যানসিটির কাছে হারল রিয়াল
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত:১১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ এএম
রিয়ালের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। ছবি: সংগৃহীত
সান্তিয়াগো বার্নাব্যুতে আগের ম্যাচে সেল্টা ভিগোর কাছে হারার পর থেকেই রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসোর ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছিল জোর আলোচনা। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটিকে ধরা হচ্ছিল তার ‘শেষ পরীক্ষা’। কিন্তু সেই পরীক্ষাতেও সফল হতে পারলেন না আলোনসো। ঘরের মাঠে এগিয়েও শেষ পর্যন্ত ২–১ গোলে হারল রিয়াল। আর এই জয়ে সেরা চার নিশ্চিত করল ম্যানসিটি।
এদিন শুরুতেইে এগিয়ে যায় জাবি আলোনসোর দল। লম্বা সময়ের গোলখরা কাটিয়ে জালের দেখা পান রদ্রিগো। সেই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেননি থিবো কর্তোয়ার ভুলে। ৩৫ মিনিটে সিটিকে সমতায় ফেরান নিকো ও’রেইলি। এর আট মিনিট পর আবারও ভুল করে বসে রিয়াল। হালান্ডকে রুডিগার ফাউল করায় পেনাল্টি পায় সফরকারীরা। সফল স্পট কিকে রিয়ালের জাল কাঁপিয়ে এগিয়ে যায় সিটি।
বিরতির পর ফিরে রিয়াল ৫০ মিনিটে সুবর্ণ সুযোগ পায়। ভিনিসিয়ুসের কাটব্যাক থেকে রদ্রিগো বল বাড়ান জুড বেলিংহামকে। ইংলিশ মিডফিল্ডার গোলবারের ওপর দিয়ে শট নেন। দুই মিনিট পর একইভাবে সুযোগ নষ্ট করেন রদ্রিগো।
৬২ মিনিটে আবারো দারুণ সেভে সিটিকে ব্যবধান বাড়াতে দেননি কোর্তোয়া। ডকুর বাঁ প্রান্ত থেকে নেওয়া বাঁকানো শট আঙুলের ছোঁয়ায় লক্ষ্যভ্রষ্ট করেন তিনি। ৮০ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল নাগালে পেয়েছিলেন ভিনিসিয়ুস। কিন্তু তার ভলি গোলবারের ওপর দিয়ে যায়।
পাঁচ মিনিট পর বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে এন্দ্রিকের শট ক্রসবারে লেগে রিয়ালকে হতাশ করে। যোগ করা সময়ে সিটির বক্সের ব্যস্ত সময় কাটালেও আর লক্ষ্যে বল রাখতে পারেনি স্বাগতিকরা।
রিয়াল আরও বড় ব্যবধানে হারতো। কিন্তু কোর্তোয়া রক্ষা করেন। পুরো ম্যাচে রিয়াল ১৬ শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র একটি। বিপরীতে সিটির ১২টি শটের ৮টি ছিল লক্ষ্যে।
পাঁচ মিনিট পর বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে এন্দ্রিকের শট ক্রসবারে লেগে রিয়ালকে হতাশ করে। যোগ করা সময়ে সিটির বক্সের ব্যস্ত সময় কাটালেও আর লক্ষ্যে বল রাখতে পারেনি স্বাগতিকরা।
রিয়াল আরও বড় ব্যবধানে হারতো। কিন্তু কোর্তোয়া রক্ষা করেন। পুরো ম্যাচে রিয়াল ১৬ শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র একটি। বিপরীতে সিটির ১২টি শটের ৮টি ছিল লক্ষ্যে।
এই জয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে গার্দিওলার দল। সমান ম্যাচে ১২ পয়েন্টে নিয়ে রিয়ালের অবস্থান সাতে।
বিপি/আইএইচ
