২১ ঘণ্টায়ও উদ্ধার করা গেল না শিশু সাজিদকে
রাজশাহীতে পরিত্যাক্ত নলকূপের গর্তে পড়ে যাওয়ার ২১ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও উদ্ধার করা যায়নি দুই বছরের শিশু সাজিদকে। গর্তের একপাশে সুড়ঙ্গ খুঁড়ে এখনও চলছে উদ্ধার কার্যক্রম।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর থেকে শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করছেন।
উচ্চক্ষমতাসম্পন্ন দুটো এক্সিভেটর দিয়ে চলছে এই খনন কাজ। বৃহস্পতিবার ভোর ৬ টা থেকে শুরু হয় সুড়ঙ্গ খনন।
এর আগে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট বুধবার রাতভর চালায় উদ্ধারকার্য। কিন্তু কোনোভাবেই পাচ্ছিলেন না সফলতার দেখা। গর্তে অক্সিজেন সরবরাহ করলেও মধ্যরাত থেকে তেমন কোনো সাড়া মিলছে না শিশুটির কাছ থেকে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধানখড়ের মাঠে মায়ের পিছু পিছু হাঁটতে গিয়ে হঠাৎ ৪০ ফুট গভীর একটি গর্তে পড়ে যায় সাজিদ। গর্তটির ব্যসার্ধ মাত্র ৮ সেন্টিমিটার।
