ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মধুমিতা, পাত্র কে

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ পিএম
ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মধুমিতা, পাত্র কে
অভিনেত্রী মধুমিতা সরকার। ছবি : সংগৃহীত
টলিপাড়ায় ফের বাজতে চলেছে বিয়ের সানাই। ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে নতুন সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে প্রস্তুত জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। এবার বিয়ে দিনক্ষণ এবং কোথায় বসবে বিয়ের আসর তাও জানালেন মধুমিতা।
 
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ২৩ জানুয়ারি বসবে বিয়ের আসর। পরিবার ও কাছের মানুষদের নিয়ে বারুইপুর রাজবাড়িতেই হবে এলাহি আয়োজন। সাবেকি সাজই প্রথম পছন্দ মধুমিতা ও দেবমাল্যর। সেভাবেই সাজবেন দুজনে।
 
দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন মধুমিতা–দেবমাল্য। পরিবার ও কাছের মানুষদের নিয়ে রাজবাড়ির ঐতিহ্যবাহী পরিবেশেই বিয়ের আয়োজনের পরিকল্পনা রয়েছে নবদম্পতির।
 
বিয়ের পর ২৫ জানুয়ারি হবে রিসেপশন। এই অনুষ্ঠানটি হবে শোভাবাজার রাজবাড়িতে। টলিপাড়ার বহু তারকাই উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
 
মধুমিতা জানfন, ২০১৯ সালে আমাদের প্রথম দেখা হয়। তখন আমাদের এত যোগাযোগ ছিল না। এরপর কিছু মাস আগে আবার আমাদের কথাবার্তা শুরু হয়। বন্ধুত্ব দিয়ে সম্পর্ক শুরু হয়েছিল। এরপর বাকিটা ইতিহাস।

এর আগে ছোটপর্দার অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয়েছিল মধুমিতার। তবে সেই দাম্পত্য টেকেনি। পরবর্তীতে দেবমাল্যের সঙ্গে নতুন সম্পর্কে জড়ান তিনি।

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান মধুমিতা। এরপর তিনি ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন।

বিপি/আইএইচ