ছবি পোস্টের পর সমালোচনার মুখে শ্রাবন্তী
টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি আবারও নেটিজেনদের নজরে এসেছেন। পেশাগত সফলতার পাশাপাশি ব্যক্তিগত জীবনকে ঘিরে তার ওপর সমালোচনা ও আলোচনা কখনো থামে না। এবারও সেই সূত্রেই নতুন বিতর্কের জন্ম হয়েছে।
সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, যা তোলপাড় ফেলে দিয়েছে।
ছবিতে দেখা যায় শ্রাবন্তী বাথটাবে বসে সাবানের ফেনায় মোড়া অবস্থায়, সোনালি রঙের বিকিনিতে। মুখে তার চেনা হাসি ও চোখে আবেশের ছোঁয়া, যা কিছু অনুরাগীর মন কেড়েছে। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘নিজেকে সিক্ত করতে থাকুন।’
ছবিটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র। অনেক অনুরাগী ছবি পছন্দ করে প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘দেখে মন খুশি হয়ে গেল!’ আবার কেউ লিখেছেন, ‘ওয়াও, দারুণ চেহারা।’ তবে প্রশংসার পাশাপাশি সমালোচনার ঝড়ও বইছে।
কিছু নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, ‘বয়স হয়েছে, এত রঙ কেন?’ আরেকজন ঠাট্টা করে মন্তব্য করেছেন, ‘ঠাণ্ডায় কি দেখাতে চাচ্ছ?’ ব্যক্তিগত জীবন নিয়েও শ্রাবন্তীকে নিয়ে সমালোচনা থেমে নেই।
উল্লেখ্য, তিনবার বিবাহ-বিচ্ছেদের পর শ্রাবন্তী এখনও একাই রয়েছেন। তার প্রাক্তন স্বামীদের নতুন জীবন শুরু হলেও, শ্রাবন্তী পেশাগত জীবনে সচল রয়েছেন এবং সব চড়াই-উতরাই হাসিমুখে সামলাচ্ছেন।
বিপি/ এএস
