লুকোচুরি শেষে প্রকাশ্যে ঘোষণা দিলেন ট্রুডো–পেরি

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম
লুকোচুরি শেষে প্রকাশ্যে ঘোষণা দিলেন ট্রুডো–পেরি
কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ তারকা কেটি পেরি। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

নানা গুঞ্জন ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রেমের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন মার্কিন পপ তারকা কেটি পেরি।

অতি সম্প্রতি একাধিক ছবিসহ একটি ইনস্টাগ্রাম পোস্টে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন এই লাস্যময়ী। ছবিগুলো ছিল সম্প্রতি জাপানে কাটানো ছুটির মুহূর্তের কয়েকটি।

একটি ছবিতে পেরি ও ট্রুডোকে দেখা যায় গালে-গাল লাগানো সেলফিতে ঘনিষ্ঠ ভঙ্গিতে। আরেকটি ভিডিওতে তারা একসঙ্গে খাবার খাচ্ছেন। পরে হাঁটাহাঁটি ও সময় কাটানোর আরও মুহূর্ত ধরা পড়েছে। 

এসব ছবির পোস্টের ক্যাপশনে পেরি লিখেছেন, ‘টোকিও টাইমস অন ট্যুর অ্যান্ড মোর।’

অবশ্য এর কিছুদিন আগেই জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাতকালে ট্রুডোর সঙ্গেী ছিলেন পেরি। সেই সময় কিশিদা এক্সে দেওয়া এক পোস্টে পেরিকে ট্রুডোর ‘পার্টনার’ হিসেবে উল্লেখ করেন।

কিশিদা লিখেছিলেন, ‘সাবেক কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার পার্টনারসহ জাপান সফর করেছেন… আমাদের পুরোনো বন্ধুত্ব বজায় থাকায় আমি আনন্দিত।’

পাবলিক অ্যাপিয়ারেন্স ও প্রথম দেখা
বহুল আলোচিত এ জুটির প্রথম প্রকাশ্য উপস্থিতি ছিল ২৫ অক্টোবর প্যারিসে, পেরির ৪১তম জন্মদিনে। 

তবে এরও আগে গত জুলাইয়ে কানাডায় কুকুর নিয়ে হাঁটার সময় দুজনকে একসঙ্গে দেখা যায়।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ট্রুডো নাকি মন্ট্রিয়ালের দিনগুলো (প্রধানমন্ত্রী থাকা অবস্থায়) থেকেই পেরির মন জয় করার চেষ্টা করছিলেন।

এদিকে পপ তারকা কেটি পেরির সর্বশেষ এই পোস্টের পরেই আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কারণ ট্রুডো-পেরির ঘনিষ্ঠতার গুঞ্জন এতদিন ধরে শোনা গেলেও এবারই প্রথম তা প্রকাশ্যে স্বীকার করলেন পেরি নিজেই। সূত্র: এনডিটিভি