৪ মাসের বাচ্ছা রেখে শুটিংয়ে কিয়ারা
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত:০৯ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ পিএম
কিয়ারা আডবাণী। ছবি- সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আডবাণী চলতি বছর জুলাই মাসে কন্যা সন্তানের মা হয়েছেন। মা হওয়ার পর প্রথমবারের মতো শুটিং ফ্লোরে দেখা গেল তাকে।
এর আগে তিনি সোশ্যাল মিডিয়ায় হালকা ইঙ্গিত দিয়েছিলেন, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছিল।
কন্যা সায়ারা জন্মের পর কিয়ারা মূলত ঘরে সীমাবদ্ধ ছিলেন এবং ক্লিনিক ছাড়া অনেকেই তাকে দেখা পায়নি। কিন্তু এবার তিনি আগের চেনা উজ্জ্বল রূপে ফিরেছেন।
সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করে কিয়ারা লিখেছিলেন, ‘এরপরের ধাপ আরও বেশি তপ্ত হবে।’ এই পোস্টের পর ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়। দুপুরেই কিয়ারা একটি বিজ্ঞাপনী শুটিংয়ের জন্য চেনা স্টাইলিশ লুকে হাজির হন—কাঁধখোলা ডেনিম শার্ট এবং শর্টস পরে।

মা হওয়ার পর কিয়ারা দ্রুত ওজন নিয়ন্ত্রণে এনেছেন এবং শারীরিকভাবে ফিট হয়ে উঠেছেন।
বিপি/ এএস
