শ্যুটিংয়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন সাবরিনা
তরুণ পপ তারকা সাবরিনা কার্পেন্টার সম্প্রতি তার উচ্চাভিলাষী ম্যানচাইল্ড-এর মিউজিক ভিডিওর পেছনের এক ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেছেন।
লেট নাইট উইথ সেথ মায়ার্স–এ খোলামেলা আলাপে গ্র্যামি–জয়ী এই গায়িকা স্বীকার করেন, শুটিং চলাকালীন ক্যাকটাস সম্পর্কিত দুর্ঘটনার কারণে মরুভূমিতে করা শ্যুটিং তার চোখে পানি এনে দেয়।
তিনি স্মরণ করেন, ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় শুটিং চলার সময় পরিস্থিতি হঠাৎ করেই বিপজ্জনক হয়ে ওঠে।
কার্পেন্টার বলেন, ‘আমি… তো রীতিমত… ক্যাকটাসের ওপর পড়ে গিয়েছিলাম।’
উপস্থিত দর্শকরা এটা শুনে অবাক হলে তিনি যোগ করেন, ‘কেউ আঘাত পেলে হাসা খুব সহজ—আমিও হেসেছিলাম। কিন্তু তারপরই কাদতে শুরু করি।’
এ ঘটনার পর শ্যুটিং সেটেই চিকিৎসা সেবা নিতে হয় তাকে। গার্ল মিটস ওয়ার্ল্ড–এর সাবেক এই তারকা বলেন, দিনের বাকি সময়টা তার শরীর থেকে কাঁটা তুলেই কাটাতে হয়।
এত কষ্টের মাঝেও তিনি শ্যুট চালিয়ে যান। ভিডিওটিতে ছিল একটি দুঃসাহসী স্টান্ট— হাইওয়েতে ট্রাকে ঝুলে রোলারব্লেডিং, হাঙরে ভরা পুলে লাফ দেওয়া, এমনকি মোটরচালিত রিক্লাইনারে চড়াও।
২৬ বছর বয়সি এই সঙ্গীত শিল্পী জানান, তিন দিনব্যাপী সেই শ্যুটিংয়ে সংশ্লিষ্ট সবারই প্রচুর ধৈর্য ও সহনশীলতা প্রয়োজন ছিল।

এ সময় তিনি সবাইকে মিউজিক ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে বলেন, ভিডিওটি ফাইনাল করার জন্য আমরা অনেক কষ্ট সহ্য করেছি—দয়া করে ভিডিওটি দেখবেন।
চোট, আঘাত ও চোখের পানি—সবকিছুর পরও সাবরিনা বলেন, অভিজ্ঞতাটি তার কাছে সার্থক মনে হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে রীতিমত শিরোনামে ছিলেন টিয়ার্স খ্যাত এই গায়িকা।
