1. হোম
  2. খেলাধুলা

ম্যান ইউকে হারিয়ে আর্সেনাল ও ম্যান সিটির ঘাড়ে ভিলার নিঃশ্বাস

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ এএম
ম্যান ইউকে হারিয়ে আর্সেনাল ও ম্যান সিটির ঘাড়ে ভিলার নিঃশ্বাস

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) অপ্রতিরোধ্য গতিতে ছুটছে অ্যাস্টন ভিলা। ঘরের মাঠ ভিলা পার্কে রোববার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে তারা।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও ফিনিশিংয়ে মুন্সিয়ানা দেখিয়েছে ভিলা। ম্যাচের ৪৫ মিনিটে মরগ্যান রজার্সের চমৎকার এক গোলে লিড নেয় স্বাগতিকরা।

তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি ইউনাইটেড। প্রথমার্ধের যোগ করা সময়ে প্রতিপক্ষের এক ব্যাক পাসের ভুলে বল পেয়ে গোল করেন ম্যাথিউ কুনহা। ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আবারও জ্বলে ওঠেন মরগ্যান রজার্স। তার দ্বিতীয় গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভিলা। রুবেন আমোরিমের শিষ্যরা এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালালেও জালের দেখা পায়নি।

এই জয়ের পর ১৮ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বর অবস্থান আরও মজবুত করল অ্যাস্টন ভিলা। ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল। দুইয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি ৩৭ পয়েন্ট নিয়ে।

অন্যদিকে, এই হারের ফলে রুবেন আমোরিমের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের ঘুরে দাঁড়ানোর পথ আরও কঠিন হয়ে পড়ল।