1. হোম
  2. জাতীয়

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা

লুটের টাকায় কেনা হয় টিভি-ফ্রিজ, স্বীকারোক্তি গ্রেপ্তারকৃতের

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পিএম
লুটের টাকায় কেনা হয় টিভি-ফ্রিজ, স্বীকারোক্তি গ্রেপ্তারকৃতের

দেশের শীর্ষস্থানীয় দুই গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে নজিরবিহীন হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) সকাল পর্যন্ত রাজধানীসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই সহিংসতায় সরাসরি জড়িত আরও ৩১ জনকে ইতোমধ্যে শনাক্ত করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— মো. কাশেম ফারুক, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, মো. সোহেল রানা ও মো. শফিকুল ইসলাম। এ ছাড়া পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশের বরাত দিয়ে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. নাইমকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে লুট হওয়া ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, হামলা চলাকালে সে মোট ১ লাখ ২৩ হাজার টাকা লুট করেছিল। সেই টাকার একটি অংশ দিয়ে সে মোহাম্মদপুর থেকে একটি নতুন টেলিভিশন ও একটি ফ্রিজ কিনেছিল, যা ইতোমধ্যে পুলিশ উদ্ধার করেছে।

ভিডিও ফুটেজে শনাক্ত হওয়া রাকিব হোসেনের বিরুদ্ধে ভাঙচুর ও অগ্নিসংযোগে সরাসরি অংশ নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। তদন্তকারীরা জানান, রাকিব ধ্বংসস্তূপের ছবি তুলে নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট করেছিলেন এবং হামলার আগে ও পরে বিভিন্ন উসকানিমূলক প্রচারণা চালিয়েছিলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনাক্তকৃত বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গণমাধ্যমে হামলার মতো ন্যাক্কারজনক ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।