1. হোম
  2. খেলাধুলা

রিয়ালের সঙ্গে বড় ব্যবধান রেখেই বছর শেষ করল বার্সা

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ এএম
রিয়ালের সঙ্গে বড় ব্যবধান রেখেই বছর শেষ করল বার্সা

লা লিগার জমজমাট লড়াইয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বার্সেলোনা। রাফিনিয়া ও লামিন ইয়ামালের লক্ষ্যভেদী শটে স্বাগতিকদের মাঠ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরেছে কাতালানরা। ।

এই জয়ের ফলে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল তারা।

নিজেদের মাঠ এস্তাদিও দে লা সিরামিকাতে বার্সাকে আতিথ্য দেয় ভিয়ারিয়াল। তবে ম্যাচের শুরুতেই চাপে পড়ে যায় স্বাগতিকরা।

ম্যাচের তখন চলছে ১০ মিনিট। ভিয়ারিয়ালের ডি-বক্সের ভেতর বার্সার রাফিনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে নিখুঁত শটে বার্সাকে এগিয়ে নেন রাফিনিয়া নিজেই।

ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় থাকা ভিয়ারিয়াল বড় ধাক্কা খায় ৩৯ মিনিটের মাথায়। লামিন ইয়ামালকে বাজেভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন রেনাতো ভেইগা। আর তাতেই ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে একজন বেশি নিয়ে খেলার সুবিধা কাজে লাগায় বার্সেলোনা।

ম্যাচের ৬৩তম মিনিটে বার্সার বিস্ময় বালক লামিন ইয়ামাল দুর্দান্ত এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

ম্যাচের শেষ দিকে ভিয়ারিয়াল গোল পরিশোধে মরিয়া হয়ে আক্রমণ চালালেও বার্সার রক্ষণভাগের দৃঢ়তায় তারা জালের দেখা পায়নি।

শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

এই জয়ের পর ১৮ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা।

সমান সংখ্যক ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ এবং ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।