1. হোম
  2. সারাদেশ

শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যা, জামাতা গ্রেপ্তার

Bangla Post Desk
কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লা
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পিএম
শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যা, জামাতা গ্রেপ্তার
কুমিল্লার তিতাসে শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যা, গ্রেফতার জামাতা। ছবি- সংগৃহীত

কুমিল্লার তিতাসে শাশুড়ি সুফিয়া বেগম (৭০) কে পানিতে চুবিয়ে হত্যা করার ঘটনায় জামাল সিকদার (৫০) নামে একজন ঘাতক জামাতা গ্রেপ্তার হয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) রাতে ঢাকার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত জামাল শিবপুর গ্রামের দিলু মিয়া সিকদারের ছেলে। র্যাব-১১ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনা ঘটেছিল ১০ অক্টোবর। অভিযোগ অনুযায়ী, জামাল তার ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোনকে কেন্দ্র করে স্ত্রীর ও মেয়ের সঙ্গে বাগবিতণ্ডা করে। একপর্যায়ে তার কন্যা মারিয়া আক্তার (১৭) কে মারধর ও লাথি মারে, ফলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শাশুড়ি নাতনিকে মারধরের কারণ জানতে এসে জামালের সঙ্গে বাগবিতণ্ডা শুরু করলে তিনি ক্ষিপ্ত হয়ে সুফিয়া বেগমকে মারধর করে বাড়ির পাশের খালের পানিতে চুবিয়ে হত্যা করেন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

নাতনি মারিয়া তিতাস থানায় হত্যার মামলা দায়ের করেন। ঘটনার ভিডিও ও সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। র্যাব গোয়েন্দা নজরদারি চালিয়ে ঢাকা থেকে জামালকে গ্রেফতার করে।

বিপি/ এএস