ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মেগা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। মেন ইন ব্লু-দের ১৯২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে মেন ইন গ্রিন।
রোববার (২১ ডিসেম্বর) বিকালে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।
আগে ব্যাট করে সামির মিনহাসের টর্নেডো ইনিংসে ভর করে পাকিস্তান ৩৪৭ রানের পাহাড় গড়ে। জবাবে আলী রাজার বোলিং তোপে মাত্র ১৫৬ রানেই গুটিয়ে যায় ভারতীয় যুবারা। যুব এশিয়া কাপের ফাইনালে রানের হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ জয়।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে ভারত। ৪৯ রানে ৩ উইকেট হারানোর পর আর ম্যাচে ফিরতে পারেনি তারা। ওপেনার বৈভব সুরিয়াবংশি ২৬ ও দীপেশ দেভেন্দ্রান ৩৬ রান করলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
পাকিস্তানের পেসার আলী রাজা একাই ৪ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপ রীতিমতো ধসিয়ে দেন। মোহাম্মদ সায়েম, আব্দুল সুবহান ও হুজাইফা আহসান নেন ২টি করে উইকেট।
এর আগে, ম্যাচের পার্থক্য গড়ে দেন সামির মিনহাস। ৭১ বলে সেঞ্চুরি তুলে নেয়া মিনহাস ১১৩ বল খেলে থামেন ১৭২ রানে। ১৭টি চার ও ৯টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।
এছাড়া আহমেদ হুসাইন করেন ৫৬ রান। পাকিস্তানের আর কোনো ব্যাটার হাফ সেঞ্চুরি করতে পারেননি। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন দীপেশ দেভেন্দ্রান। দুটি করে উইকেট পেয়েছেন হেনিল প্যাটেল ও খিলান প্যাটেল।
বিপি/এনএস