1. হোম
  2. খেলাধুলা

আবারও কাটার ম্যাজিক, দলকে জিতিয়ে ম্যাচসেরা মুস্তাফিজ

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ পিএম
আবারও কাটার ম্যাজিক, দলকে জিতিয়ে ম্যাচসেরা মুস্তাফিজ
সতীর্থদের সঙ্গে মুস্তাফিজ। ছবি: সংগৃহীত

দুবাইয়ে চলমান ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে (আইটিএল) বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান যে নৈপুণ্য দেখিয়ে চলেছেন, সেটা এক প্রকার ম্যাজিকই বলা যায়। এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলে ৫.২৫ ইকোনমিতে উইকেটের সংখ্যা ১৪টি। ডেথ ওভারে দেখাচ্ছেন চমকের পর চমক।

রোববারও সেই ম্যাজিক দেখা থেকে বঞ্চিত হয়নি ক্রিকেট বিশ্ব। এদিন গালফ জায়ান্টসের বিপক্ষে ১৪তম ওভারে বোলিংয়ে এসে রীতিমতো বাদর নাচিয়েছেন ফিজ। ৪ বলে ৩ উইকেট নিয়ে থামিয়েছেন রানের গতি। এর আগের এক ম্যাচে মুম্বাই এমিরেটসের বিপক্ষে এক ওভারে (১৮তম) মাত্র ১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।

ফিজের এমন পারফরম্যান্সে অবশ্য খুশি হওয়ার কথা বাংলাদেশি সমর্থকদের। কেননা সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমনভাবে জ্বলে উঠলে ভালো কিছুই করবে বাংলাদেশ।

কয়েকদিন আগেই অবশ্য আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সেখানে হয়তো ধরে রাখবে এমন চোখ ধাঁধানো নৈপুণ্যের ধারাবাহিকতা।

এদিন শুরুতেই টসে জিতে ফিল্ডিং নেয় মুস্তাফিজের দুবাই ক্যাপিটালস। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে কোনো উইকেট নিতে না পেরে ফিজ খরচ করেন ১৩ রান। নিজের দ্বিতীয় ওভার যখন বোলিংয়ে আসেন তখন গালফের স্কোর ৩ উইকেটে ১১০ রান।

এ সময়েই (১৪তম ওভারে) একে একে তুলে নেন ৩ উইকেট। থেমে যায় রানের গতি। শেষ ওভারের প্রথম বলে সহজ ক্যাচ মোহাম্মদ নবী মিস না করলে পেতেন ৪ উইকেট। এ ওভারে গালফ জায়ান্টস থামে ১৫৬ রানে। কিন্তু ঘটে এক মজার ঘটনা।

ফিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে রান আউট হন বাকি ব্যাটাররা।

মুস্তাফিজের এমন পারফরম্যান্সের দিনে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে তার দল দুবাই ক্যাপিটালস। ১৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান করে ৬ উইকেটে জিতেছে ক্যাপিটালস। ফিজ হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ।