1. হোম
  2. আন্তর্জাতিক

সৌদিতে বিরল তুষারপাত, মরুভূমি ঢাকল বরফে

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০১ পিএম
সৌদিতে বিরল তুষারপাত, মরুভূমি ঢাকল বরফে
ছবি- সংগৃহীত

মরুর দেশ সৌদি আরব তুষারপাতের মতো বিরল দৃশ্যের সাক্ষী হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় অঞ্চল তাবুক ও হাইল প্রদেশে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমেছে এবং পাহাড়ি এলাকা বরফে ঢাকা পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তুষারাবৃত পাহাড়ের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, পুরো মধ্যপ্রাচ্যে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের কারণে এই বিরল ঘটনা ঘটেছে।

উত্তর সৌদি আরবের কিছু অংশ তীব্র বৃষ্টিপাতের সম্মুখীন হয়েছে। রিয়াদের উত্তরাঞ্চলেও বৈরি আবহাওয়া বিরাজ করছে। স্থানীয়রা জানিয়েছেন, কয়েক দশকের মধ্যে এমন তুষারপাত ও শৈত্যপ্রবাহের দেখা এই প্রথম।

সৌদির আবহাওয়া বিভাগ কয়েকদিন আগে পূর্বাভাস দিয়েছিলো, যে পাহাড়ি অঞ্চলে শৈত্যপ্রবাহ এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, গভীর নিম্নচাপ এবং আবহাওয়ার বৈপরীত্যের কারণে এ ধরনের বিরল দৃশ্য দেখা দিয়েছে।

বিপি/ এএস