1. হোম
  2. খেলাধুলা

এবার জোড়া শিকার তাসকিনের

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম
এবার জোড়া শিকার তাসকিনের
তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল লীগ (আইএল) টি-টোয়েন্টিতে ছন্দ বজায় রাখলেন তাসকিন আহমেদ। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে শনিবার রাতে জোড়া উইকেট শিকার করেন টাইগার পেসার। অল্প পুঁজি নিয়েও শারজাহ ওয়ারিয়র্সের হয়ে সবচেয়ে কম ইকোনমিতে বল করেন তাসকিন। তবে শেষ পর্যন্ত হাসেনি তার দল।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ১৭.৫ ওভারে ৯০ রানেই গুটিয়ে যায় ওয়ারিয়র্স। রান তাড়ায় খেই হারালেও, ১৩.৫ ওভারে ৪ উইকেটে জয় তুলে নেয় ভাইপার্স।

সতীর্থ ব্যাটারদের ব্যর্থতার দিনে যৌথভাবে সর্বনিম্ন ইকোনমিতে (৫.০০) বল করেন ৩০ বছর বয়সি তাসকিন। ৪ ওভারে ২ উইকেট নিতে স্রেফ ২০ রান খরচ করেন তিনি।

আইএল টি-টোয়েন্টিতে এর আগে নিজের প্রথম ম্যাচে ৪ ওভারে ৩৯ রানে উইকেটশূন্য থাকা তাসকিন পরের ম্যাচে ৪ ওভারে খরচ করেন ৩৪ রান। তৃতীয় ম্যাচে মোস্তাফিজুর রহমানের দুবাই ক্যাপিটালসের বিপক্ষে ৩ উইকেট নিতে গিয়ে ৪ ওভারে ৪০ রান দিয়ে ফেলেন তাসকিন। এবার টাইগার তারকাকে দেখা গেল স্বরূপে।

ভাইপার্সের রান তাড়ায় ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন তাসকিন। দ্বিতীয় বলে উড়িয়ে মারার চেষ্টায় আকাশে বল তুলে দেন পাকিস্তান ব্যাটার ফখর জামান। সতীর্থ টম কুলার-ক্যাডমোর দু’বারের চেষ্টায় বলটি হাতে জমাতে সক্ষম হন।

ইনিংসের চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভারে এসেও সেই ক্যাচ বানিয়েই তাসকিন ফেরান আরেক পাকিস্তান ব্যাটার হাসান নেওয়াজকে।

টানা স্পেলে নিজের তৃতীয় ওভারে ৮ রান দেন তাসকিন। ইনিংসের দশম ওভারে নিজের শেষ ওভারটি করতে আসেন ডানহাতি পেসার। এই ওভারে ছয় বলে ছয়টি সিঙ্গেল নিতে পারে প্রতিপক্ষ ব্যাটাররা।

দলের অন্য বোলাররা অবদান রাখলেও কম পুঁজি হওয়ার তেমন লড়াই করতে পারেনি ওয়ারিয়র্স। আগে ব্যাটিংয়ে নেমে দলের হয়ে দুই অঙ্কের রান ছুঁতে পারেন স্রেফ দু’জন। ৩৬ বলে সর্বোচ্চ ৩৫ রান করা টম অ্যাবেল শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তাকে সঙ্গ দিতে পারেননি কেউ।

মাঝে ২১ বলে ১৮ রান করেন ইথান ডি’সুজা। ভাইপার্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ডেভিড পায়নে। ২টি করে নেন খুজাইমা তানভির, নাসিম শাহ ও নুর আহমেদ।

এ নিয়ে টুর্নামেন্টে ৭ ম্যাচে ৫ হার ও ২ জয়ে ৪ পয়েন্টে ছয় দলের মধ্যে তলানিতে অবস্থান করছে তাসকিনদের ওয়ারিয়র্স।

অন্যদিকে, ৮ ম্যাচের ৭টিতেই জিতে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে ভাইপার্স।