‘বিসিবিতে ৬ মাসের দুর্নীতি পাপনের দেড় যুগকে ছাপিয়ে গেছে’
গত ছয় মাসে আর্থিক খাতে বিসিবিতে যে অনিয়ম-দুর্নীতি হয়েছে তা সাবেক বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের দেড় যুগকেও ছাপিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান আদনান রহমান দিপন।
শনিবার (২০ ডিসেম্বর) বেসরকারি একটি টেলিভিশনের অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
আদনান রহমান দিপন বলেন, একেবারে কাছ থেকে না দেখলে এটি উদঘাটন করা সম্ভব হত না। বোর্ডে না থাকলে এবং নিজে এ বিষয়ের চাক্ষুস কর্মকাণ্ড না দেখলে এটি অবিশ্বাস্য মনে হত। হিসাব, কাগজ তথা সার্বিক ডকুমেন্টসে এসবের প্রমাণ রয়েছে।
বোর্ড প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ডিরেক্টরদের পাশাপাশি আইটি সেক্টর ও ল ডিপার্টমেন্টও এগুলোর তদন্তে যৌথভাবে ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
এ সময় ঘরোয়া ক্রিকেট ও ক্রিকেটারদের ইস্যু নিয়েও কথা বলেন আদনান রহমান দিপন।
তিনি বলেন, ক্রিকেটারদের ম্যাচ সংখ্যা ও পারিশ্রমিকের ব্যাপারে আমরা আন্তরিক। সুযোগ পেলে অবশ্যই সার্বিক সমস্যার সমাধানে কাজ করব।
বিপি/এসআর