র্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, বাংলাদেশের অবস্থান কত
বছরের শেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সোমবার (২২ ডিসেম্বর) প্রকাশিত গত মাসের মতোই ১৮০তম অবস্থানে রয়েছে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।
গত ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের পর আর কোনো ফিফা উইন্ডো না থাকায় র্যাংকিংয়ে বড় ধরনের পরিবর্তন আসেনি। বাংলাদেশের মতো শীর্ষস্থানগুলোও অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ র্যাংকিংয়ে স্পেন প্রথম, আর্জেন্টিনা দ্বিতীয়, ফ্রান্স তৃতীয়, ইংল্যান্ড চতুর্থ এবং ব্রাজিল পঞ্চম স্থানে অবস্থান করছে।
গত নভেম্বরের ফিফা উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ের আগে নেপালের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে হামজা চৌধুরী ও সামিত সোমরার অংশগ্রহণে ২-২ গোলে ড্র করে লাল-সবুজ দল। তবে নভেম্বর মাসে প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ-নেপাল ম্যাচটি প্রদর্শিত হয়নি।
বিষয়টি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি) অবহিত করে। তখন দুই সংস্থাই জানিয়েছিল, ডিসেম্বরের র্যাংকিংয়ে বিষয়টি সমন্বয় করা হবে।
র্যাংকিংয়ে অবস্থান অপরিবর্তিত থাকলেও নেপাল ম্যাচের প্রভাবে বাংলাদেশের রেটিং পয়েন্ট সামান্য কমেছে। নভেম্বরে যেখানে বাংলাদেশের রেটিং ছিল ৯১১.১৯ পয়েন্ট, ডিসেম্বরে তা নেমে এসেছে ৯১১.১০ পয়েন্টে। বর্তমানে ১৭৯তম অবস্থানে থাকা কম্বোডিয়ার রেটিং পয়েন্ট ৯১১.৫৪।
বিপি/আইএইচ