1. হোম
  2. খেলাধুলা

রেকর্ড গড়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম
রেকর্ড গড়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড
ছবি- সংগৃহীত

তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে ৩২৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। ৪৬২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৩৮ রানে অলআউট হয়। এই জয়ের ফলে সিরিজে নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে শীর্ষে উঠে যায়।

এছাড়া, এ নিয়ে কিউইরা ক্যারিবীয়দের বিপক্ষে সর্বশেষ পাঁচটি টেস্ট সিরিজই জিতল।

সোমবার (২২ ডিসেম্বর) পঞ্চম দিনে বিনা উইকেটে ৪৩ রান নিয়ে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুটা তাদের জন্য ভালোই মনে হচ্ছিল; জুটি গড়ে তারা ৮৭ রানের ইনিংস খেলেছিল।

কিন্তু এরপর ইনিংস ভেঙে যায়; শেষ ৫১ রানে হারায় তারা ১০ উইকেট। ওপেনার ব্র্যান্ডন কিং ৯৬ বল খেলে ৬৭ রান করেন। আরেক ওপেনার জন ক্যাম্পবেল ১০৫ বলে মাত্র ১৬ রান করে আউট হন।

নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করে ম্যাচে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন। রেকর্ডময় এই পারফরম্যান্সের কারণে সিরিজের সেরা খেলোয়াড় হন ডাফি।

বিপি/ এএস