1. হোম
  2. আন্তর্জাতিক

বাংলার পর দিল্লি দখলের ঘোষণা মমতার

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ পিএম
বাংলার পর দিল্লি দখলের ঘোষণা মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা দিয়েছেন, বাংলার পর দিল্লিও দখল করবেন।

সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় এ ঘোষণা দেন মমতা। ভারতীয় গণমাধ্যম জি ২৪ ঘণ্টা এ তথ্য জানায়।

ভোটার তালিকার বিশেষ সংশোধন ইস্যুকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিহারে ইতোমধ্যেই প্রায় ৫২ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই দ্রুত সংশোধন প্রক্রিয়া মূলত বিজেপিকে সুবিধা দিতেই নির্বাচন কমিশনের উদ্যোগ।

নির্বাচন কমিশনের নতুন নির্দেশনা অনুযায়ী, ১৯৮৭ সালের পর জন্মগ্রহণকারীদের নাগরিকত্ব প্রমাণে নিজের ও মা–বাবার মোট ১২টি নথি জমা দিতে হবে। এ নিয়েই সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, ‘মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। ইতোমধ্যেই ৪৬ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অর্ধেকের বেশি হিন্দু।’

বিজেপিকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ওদের দিল্লি কেড়ে নেব। বাংলা জিতে দিল্লি কাড়ব। ওদের সরকার পড়ে যাবে। বাংলাকে বঞ্চিত করতে গিয়ে নিজেরাই পিছিয়ে পড়বে। যারা বিজেপিকে ভোট দিত, তাদের বলব—ওদের ভোট দেবেন না।’

তিনি আরও বলেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে না। জনশুমারি না করেই এসআইআর করা হচ্ছে—এটা পুরোপুরি একটি বড় ভুল।’

এসআইআর–এর খসড়া তালিকায় পশ্চিমবঙ্গে প্রায় ৫৮ লাখ ভোটারের নাম বাদ পড়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি দলীয় বিধায়ক ও কাউন্সিলরদের নির্দেশ দেন, যাদের নামে অসঙ্গতি এসেছে বা শুনানির নোটিশ পেয়েছেন, তাদের পাশে দাঁড়াতে হবে।

মমতা বলেন, ‘চাইলে আমার গলাও কেটে দিতে পারেন, কিন্তু আমি মানুষের কথাই বলব।’

বিপি/এনএস

ট্যাগ: ভারত