সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হলেন জিয়াউল হক
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম
ছবি- বাংলা পোস্ট গ্রাফিক্স
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব নিয়োগ পেয়েছেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ জিয়াউল হক।
সোমবার (২২ ডিসেম্বর) জিয়াউল হককে সচিব পদে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
চুক্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মো. এহছানুল হককে গত ১২ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়।
জিয়াউল হক সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের রুটিন দায়িত্ব চালিয়ে আসছিলেন।