বিপিএল ২০২৬
৯ ক্রিকেটার পেলেন পিসিবির সবুজ সংকেত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ত্রয়োদশ আসরে খেলার জন্য ৯ ক্রিকেটারকে ছাড়পত্র দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও চলতি আসরের ফ্র্যাঞ্চাইজিগুলো নিলামে কিনেছে ১৫ পাকিস্তানি ক্রিকেটারকে। এর ভেতর ৯ জনকে বিপিএলে খেলার অনুমতি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
ছাড়পত্র পাওয়া ৯ ক্রিকেটার হলেন, মোহাম্মদ নাওয়াজ, হুসেইন তালাত, ইহসানুল্লাহ, হায়দার আলি, আবরার আহমেদ, খাজা নাফে, সালমান ইরশাদ, ফাহিম আশরাফ ও সাহিবজাদা ফারহান।
এদিকে নিলামে ও নিলামের আগে সরাসরি চুক্তিতে ১৫ পাকিস্তানি ক্রিকেটারকে দলে ভেড়ায় ছয়টি ফ্র্যাঞ্চাইজি। এই ১৫ জনের ভেতর ১১ জনকেই দলে ভেড়ানো হয়েছিল সরাসরি চুক্তিতে।
সরাসরি চুক্তিতে দল পাওয়া ক্রিকেটাররা হলেন, সাইম আইয়ুব, মোহাম্মদ আমির, আবরার আহমেদ, উসমান খান, খাজা নাফে, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, সুফিয়ান মুকিম, আকিফ জাভেদ, মোহাম্মদ নাওয়াজ ও সাহিবজাদা ফারহান।
আর নিলাম থেকে দল পেয়েছেন ইহসানুল্লাহ, হায়দার আলি, মোহাম্মদ আখলাক ও জাহানদাদ খান।
তবে পিসিবির ছাড়পত্র পান নি জাতীয় দলের বাইরে থাকা ব্যাটার উমর আকমল। জানা গেছে ইতোমধ্যেই পিসিবির কাছে ছাড়পত্র না পাওয়ার ব্যাখ্যা চেয়ে আপিল করেছেন তিনি।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে দেশের সবচেয়ে বোড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।
