দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন ইংলিশ অধিনায়ক
আইপিএলের আসন্ন নিলামে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুকের নাম নেই। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএল কর্তৃপক্ষ ব্রুককে ২০২৭ সাল পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করেছে।
হ্যারি ব্রুক প্রথমবার ২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলেছিলেন। সেই বছর ১১ ম্যাচে ১৯০ রান করেছিলেন। একটি শতরানের পরও ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেননি এবং নিয়মিত প্রথম একাদশে সুযোগ পাননি। ১৩ কোটি ২৫ লাখ রুপিতে কেনা এই ব্যাটারকে হায়দরাবাদ ছাড়ে।
পরবর্তী বছর, ২০২৪ সালে দিল্লি ক্যাপিটালসে ৪ কোটি রুপিতে দলে যুক্ত হন ব্রুক। তবে পারিবারিক কারণে খেলার অনুপস্থিতি জানালে সে বছরও অংশ নিতে পারেননি। সর্বশেষ মেগা নিলামে তাকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে কেনে দিল্লি, কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই ব্রুক আবারও খেলতে অক্ষমতা জানান।
আইপিএল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার দল পাওয়ার পর যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রতিযোগিতা থেকে সরে গেলে তাকে দুই বছরের জন্য সাসপেন্ড করা হয়। ব্রুককেও এই শাস্তি দেওয়া হয়েছে। ফলে ২০২৭ সাল পর্যন্ত তিনি আইপিএলে অংশ নিতে পারবেন না।
ব্রুক প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে এই শাস্তির মুখোমুখি হলেন। এই কারণে আসন্ন নিলামে তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি।
বিপি/ এএস
