ট্রাম্পকে ‘শান্তি পুরস্কার’ দিয়ে বিপাকে ফিফা প্রধান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথম ফিফা শান্তি পুরস্কার দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তিনি গত ৬ ডিসেম্বর বিশ্বকাপ-২০২৬ এর ড্র অনুষ্ঠানে ট্রাম্পের হাতে ওই পুরস্কার তুলে দেন।
এ নিয়ে মানবাধিকার সংস্থা ফেয়ারস্কয়ার ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফার নৈতিকতা কমিটিতে অভিযোগ জানিয়েছে।
সংস্থাটি বলেছে, ইনফান্তিনোর এই পদক্ষেপ ‘বৈশ্বিক ফুটবল সম্প্রদায়ের সাধারণ স্বার্থের জন্য ক্ষতিকর।’
লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থাটির প্রধান নিকোলাস ম্যাকগিহান বলেন, ‘ফিফা প্রধান এমনভাবে কাজ করেছেন যা বিপজ্জনক এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির স্বার্থবিরোধী।’
তিনি আরও বলেন, অভিযোগটি কেবল ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডাকে সমর্থনের ইস্যুতে সীমাবদ্ধ নয়।
সংস্থাটি সোমবার আট পৃষ্ঠার একটি নথি জমা দিয়েছে। এতে বলা হয়েছে, ক্ষমতাসীন রাজনৈতিক নেতাকে শান্তি পুরস্কার দেওয়া ফিফার নিরপেক্ষতার নীতির লঙ্ঘন।
নথিতে আরও উল্লেখ করা হয়, ‘যদি ফিফা প্রধান এককভাবে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে এটিকে ক্ষমতার অপব্যবহার হিসেবে গণ্য করা উচিত।’
এর আগে হিউম্যান রাইটস ওয়াচও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে।
অনেকে মনে করেন, সাম্প্রতিক বছরগুলোতে ফিফার নৈতিকতা কমিটি আগের মতো স্বাধীন বা ক্ষমতাবান নেই।
এদিকে ফিফার নৈতিকতা কমিটি এ অভিযোগটি গ্রহণ করবে কি না, সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে প্রয়োজন মনে করলে সম্ভাব্য পদক্ষেপের মধ্যে জরিমানা বা সতর্কবার্তা অন্তর্ভুক্ত থাকতে পারে। সূত্র: জিও নিউজ
