শুক্রবার থেকে বন্ধ থাকবে মেট্রোরেল
অনির্দিষ্টকালের জন্য মেট্রোরেলের সকল প্রকারের যাত্রীসেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছেন তারা। স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রকাশ না হওয়ায় তাদের এই কর্মবিরতির সিদ্ধান্ত।
এক বিজ্ঞপ্তিতে কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে চাকরি-বিধিমালা চূড়ান্ত করার দাবি জানানো হলেও কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করেনি। কর্মবিরতির সময় প্রতিদিন প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিএমটিসিএল প্রতিষ্ঠার পর এক দশক পার হলেও প্রায় এক হাজার কর্মচারীর জন্য পূর্ণাঙ্গ চাকরি-বিধিমালা কার্যকর হয়নি। এতে ছুটি, গ্র্যাচুইটি, শিফট ভাতা, ওভারটাইম, গ্রুপ ইনস্যুরেন্সসহ বিভিন্ন সুবিধা থেকে তারা বঞ্চিত হয়ে আসছেন।
যদি তাদের এই সমস্যা বৃহস্পতিবারের (১১ ডিসেম্বর) মধ্যেও সমাধান না হলে শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৭টা থেকে মেট্রোরেলের যাত্রী সেবা পুরোপুরি বন্ধ থাকবে। মেট্রোরেলের কর্মীদের দাবি, ন্যায্য চাকরি-বিধিমালা ছাড়া তাদের ভবিষ্যৎ অনিশ্চিত, তাই কর্মবিরতি ছাড়া তাদের আর কোনো উপায় নেই।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে উপদেষ্টা কমিটি ৬০ কার্যদিবসের মধ্যে নিয়মাবলী শেষ করার নির্দেশ দেয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও স্বতন্ত্র চাকরি-বিধিমালা বাস্তবায়িত হয়নি।
এরপর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আন্দোলন শুরু হলে মার্চের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দেওয়া হয়। কর্মীদের অভিযোগ, ধারাবাহিক প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ক্ষোভ বাড়ছে।
