প্রথম খেলোয়াড় হিসেবে মেসির নতুন বিশ্বরেকর্ড

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত:১১ ডিসেম্বর ২০২৫, ১২:০২ এএম
প্রথম খেলোয়াড় হিসেবে মেসির নতুন বিশ্বরেকর্ড
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি টানা দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকারের (এমএলএস) মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) নির্বাচিত হয়েছেন। এমএলএস ইতিহাসে তিনি প্রথম খেলোয়াড় যিনি পরপর দুটি এমভিপি জিতলেন।

সম্প্রতি প্রকাশিত ফলাফল অনুযায়ী- ৩৮ বছর বয়সি মেসি ইন্টার মায়ামির হয়ে নিয়মিত মৌসুমে ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে গোল্ডেন বুট জিতে নেন। একইসঙ্গে দলকে প্রথমবারের মতো এমএলএস কাপ শিরোপা এনে দেন। প্লে-অফেও তার পা থেকে আসে ৬ গোল ও ৯ অ্যাসিস্ট।

যা  তাকে ভোটে এগিয়ে রাখতে সাহায্য করে। এমভিপি নির্বাচনে মোট ভোটের ৭০ শতাংশের বেশি পেয়ে অপ্রতিরোধ্যভাবে পুরস্কার জেতেন এই ক্ষুদে যাদুকর।

মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী সান ডিয়েগোর আন্দার্স ড্রেয়ার পেয়েছেন মাত্র ১১ শতাংশের কিছু বেশি ভোট।

এছাড়াও এ মৌসুমে মেসি এক মৌসুমে সর্বাধিক ১০টি মাল্টি–গোলের ম্যাচ খেলে নতুন রেকর্ড গড়েছেন। ২০২৪ সালেও ২০ গোল ও ১৬ অ্যাসিস্ট করে এমভিপি হয়েছিলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মেসি ক্লাবটিকে লিগস কাপ (২০২৩), সাপোর্টার্স’ শিল্ড (২০২৪) এবং এবার এমএলএস কাপসহ একাধিক সাফল্য এনে দিয়েছেন।

ব্যালন ডি’অরের রেকর্ড আটবারের এই বিজয়ী গত অক্টোবরেই ক্লাবটির সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করেছেন।