বাংলাদেশে উপেক্ষিত সেই ফুটবলার ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত:০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম
বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আরহাম ইসলাম। ছবি: সংগৃহীত
দেশের ফুটবল অঙ্গনে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আরহাম ইসলাম। ২০২৪ সালের নভেম্বরে কম্বোডিয়ায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব–১৭ বাছাইপর্বে বাংলাদেশের হয়ে খেলেও পরবর্তীতে আর কোনো বয়সভিত্তিক দলে জায়গা হয়নি তার। অথচ অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন ইউনাইটেড অনূর্ধ্ব-২৩ দলে নিয়মিত খেলেন একজন উইঙ্গার হিসেবে।
বাংলাদেশের বয়সভিত্তিক দলে জায়গা না পেলেও প্রতিভা যে নিজ পথ খুঁজে নেয়, তার বড় প্রমাণ রেখেছেন আরহাম । অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ দলে ডাক পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার। ডিসেম্বরে জাপানে অনুষ্ঠিতব্য এসবিএস কাপের জন্য ঘোষিত দলে ডাকা হয়েছে এই ১৭ বছর বয়সী উইঙ্গারকে।
অস্ট্রেলিয়া টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলবে ১৮ ডিসেম্বর স্পেনের বিরুদ্ধে। এরপর ২০ ডিসেম্বর তারা মুখোমুখি হবে জাপানের ঘরোয়া দল শিজুওকা প্রিফেকচারের এবং ২১ ডিসেম্বর দলটি জাপানের বিপক্ষে খেলবে সফরের শেষ ম্যাচ।
তবে আরহাম অবশ্য এই টুর্নামেন্ট খেললেই ‘অস্ট্রেলিয়ান’ হয়ে যাবেন না। এই টুর্নামেন্টে খেললে বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা শেষ হয়ে যাবে না আরহামের। কারণ ফিফার আর্টিকেল ৫, অনুচ্ছেদ ৩ বলছে একজন ফুটবলার তার ক্যারিয়ারে এক বারই জাতীয়তা পরিবর্তন করতে পারেন।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে কম্বোডিয়ায় এএফসি অ-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে খেলেছিল বাংলাদেশ। সেই দলে ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি ফুটবলার আরহাম। তবে লাল সবুজ জার্সি গায়ে সেটাই তার শেষ ম্যাচ। এরপর থেকে এক বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ দলে আর ডাক মেলেনি তার। অথচ এই সময় বয়সভিত্তিক পর্যায়ে একাধিক ম্যাচ খেলেছে দল।
বিপি/আইএইচ
