দেশে ফিরতে আশাবাদী সাকিব, অবসরের আগে খেলতে চান ঘরের মাঠে সিরিজ
আওয়ামী সরকার পতনের পর সাকিব আল হাসানের জাতীয় দলের ক্রিকেট ক্যারিয়ারটা প্রায় শেষ বলাই চলে। বিষয়টা বর্তমানে ঝুলে আছে কেবল আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিবের আনুষ্ঠানিক বিদায় জানিয়ে দেয়ার ভেতর।
বাস্তবতা বলছে বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে সাকিবের মাঠে নামার সম্ভাবনা শূন্যের কোঠায়। কিন্তু তারপরও দেশের ক্রিকেটের এই পোস্টারবয় এখনও আশা বুক বাঁধছেন দেশের মাটিতেই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারটা শেষ করার।
সম্প্রতি মঈন আলীর সঙ্গে বিয়ার্ড বিফোর উইকেট নামের এক পডকাস্টে সাবেক বাংলাদেশি অধিনায়ক এমনটাই আশাবাদ ব্যক্ত করেন
সাকিব বলেন, ‘আমি আশাবাদী (দেশে ফেরার বিষয়ে)। একারণে আমি (টি-টোয়েন্টি লিগ) খেলছি। আমি মনে করি ফিরতে পারব। আমি আনুষ্ঠানিকভাবে সব ফরম্যাট থেকে অবসর নেইনি। আমি প্রথমবার এটা জানাচ্ছি। আমার পরিকল্পনা বাংলাদেশে ফিরে গিয়ে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টির একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলব, তারপর অবসর।’
তিনি আরও বলেন, ‘আমি বুঝাতে চাইছি, (আমি) একটি সিরিজ খেলে সব ফরম্যাট থেকে অবসর নেব। সেটা টি-টোয়েন্টি থেকে শুরু হয়ে ওয়ানডে ও টেস্ট হতে পারে, কিংবা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি। যাই হোক, ভালো। কিন্তু আমি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চাই এবং তারপর অবসর নেব। আমি এটাই চাই।’
২০২৪ সালের মে মাসের পর সাকিব আর দেশে ফেরেননি। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়।
যদিও জুলাই অভ্যূত্থানের সময় তিনি দেশে ছিলেন না। তারপর পাকিস্তান ও ভারতের বিপক্ষে দেশের হয়ে টেস্ট খেলেন। কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট এখন পর্যন্ত তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ।
