৮১ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন ইসির
আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৮১টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, এটিই চূড়ান্ত পর্যবেক্ষক সংস্থার তালিকা। এবার যে সব পর্যবেক্ষক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণের আবেদন করেছিল তাদের সব তথ্য যাচাই বাছাই করেই এই সংখ্যা চূড়ান্ত করেছে ইসি।
নির্বাচন কমিশন বলছে, এবার জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে সারা দেশের ৩১৮টি সংস্থা ইসির কাছে আবেদন করেছিল। তাদের মধ্যে যাচাই বাছাই শেষে ৮১টিকে নিবন্ধন দেওয়া হয়েছে।
বিগত দুইটি জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন সংস্থার ২০ হাজারের ওপরের পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেছিল।
নির্বাচন কমিশন আশা করছে, এবারের সংসদ নির্বাচনে সেই সংখ্যা আরও বাড়তে পারে।
দেশি পর্যবেক্ষকদের নিবন্ধন চূড়ান্ত হলেও বিদেশি পর্যবেক্ষকদের নিবন্ধনের বিষয়টি তফসিল ঘোষণার পর চূড়ান্ত হবে বলেও জানিয়েছে ইসি।
ইসির সহকারী পরিচালক মি. হক বলেছেন, বিদেশি পর্যবেক্ষকদের বিষয়টি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চূড়ান্ত হয়ে আসার পরই তাদেরকে ভোট পর্যবেক্ষণের অনুমোদন দেবে কমিশন।
