স্মিথের বিপক্ষে যে রেকর্ড গড়ে আলোচনায় ইংলিশ পেসার

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত:০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম
স্মিথের বিপক্ষে যে রেকর্ড গড়ে আলোচনায় ইংলিশ পেসার
ব্রিসবেন টেস্টে কথা কাটাকাটির মুহূর্তে ফ্রেমবন্দি জোফরা আর্চার ও স্টিভেন স্মিথ। ছবি: ক্রিকইনফো

ব্রিসবেনে সদ্য শেষ হওয়া দ্বিতীয় টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দাপুটে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। মাইকেল নেসার এবং মিচেল স্টার্কের চমৎকার বোলিং এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এর ফলে এবারের অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

এদিকে, অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ও ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথের বিপক্ষে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফরা আর্চার।

তথ্য অনুযায়ী, আর্চার এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে স্মিথের বিরুদ্ধে একটি উইকেটও নিতে পারেননি। যদিও তিনি স্মিথের বিপক্ষে মোট ২২০টি বল করেছেন।

এ পর্যন্ত ১৭ টেস্ট খেলা ইংলিশ এই দীর্ঘদেহী পেসারের ভান্ডারে জমা হয়েছে ৩২ গড়ে ৫৪ উইকেট। পাঁচ উইকেট পেয়েছেন মাত্র ৩ বার। বেস্ট বোলিং ফিগার ৪৫ রানে ৬ উইকেট।

এদিকে, আগামী ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে গড়াবে দুদলের মধ্যকার চলতি সিরিজের তৃতীয় ম্যাচটি। এরপর আগামী ২৬-৩০ ডিসেম্বর মেলবোর্নে চতুর্থ টেস্ট এবং ৪-৮ জানুয়ারি সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।