চমক রেখে যুব এশিয়া কাপের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত:০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি: সংগৃহীত
আগামী ১২ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন আজিজুল হাকিম তামিম। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাওয়াদ আবরার।
ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন পেসার আল ফাহাদ। এছাড়া সবশেষ সিরিজে খেলা দেবাশীষ সরকারকেও রাখা হয়নি মূল দলে। তার জায়গায় এশিয়া কাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন অফ স্পিনার শেখ পারভেজ জীবন। পাশাপাশি স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে চারজনকে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সামিউন বশির রাতুল, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হোসেন, ইকবাল হোসেন, আল আমিন, আহমেদ শাহরিয়ার, শাদ ইসলাম, মোহাম্মদ সবুজ।
স্ট্যান্ডবাই
রাফিউজ্জামান, সানদীদ মজুমদার, ফারজান আহমেদ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম, দেবাশীষ সরকার।
স্ট্যান্ডবাই
রাফিউজ্জামান, সানদীদ মজুমদার, ফারজান আহমেদ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম, দেবাশীষ সরকার।
বিপি/ আইএইচ
