পর্তুগালকে হারিয়ে প্রথম শিরোপা জিতল ব্রাজিল

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত:০৮ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পিএম
পর্তুগালকে হারিয়ে প্রথম শিরোপা জিতল ব্রাজিল
পর্তুগালকে হারিয়ে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়। ছবি- সংগৃহীত

ফুটসাল নারী বিশ্বকাপের উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।

রোববার (৭ ডিসেম্বর) ফিলিপাইনের ম্যানিলার পাসিগ সিটির ফিলস্পোর্টস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে পর্তুগালকে ৩০ গোলে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে তারা।

১৬ দিনের প্রতিযোগিতার সমাপনী ম্যাচে ৫ হাজার দর্শকের সামনে শুরু থেকেই দাপট দেখায় ব্রাজিল। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে এমিলির করা গোলেই এগিয়ে যায় দলটি।

গত বছর ফিফার সেরা নারী ফুটসাল খেলোয়াড়ের গোল্ডেন বল জেতা এমিলি এই টুর্নামেন্টে গোল্ডেন বুটও অর্জন করেছেন। টুর্নামেন্টে তিনি করেছেন সাত গোল ও দুই অ্যাসিস্ট।

দ্বিতীয়ার্ধে আমানদিনহা ব্যবধান দ্বিগুণ করেন। আর ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে দেবোরা ভানিনের গোল ব্রাজিলের জয় নিশ্চিত করে। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা উঁচিয়ে ধরে ব্রাজিল।

 

সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে ওঠা পর্তুগাল রানার্সআপ হয়। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্পেন ৫১ গোলে আর্জেন্টিনাকে হারায়। স্পেনের লরা কর্দোবা করেন দুই গোল।

টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন পর্তুগালের আনা ক্যাথারিনা। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল।

ব্রাজিল কোচ উইলসন সাবোইয়া বলেন, এই জয় শুধু একটি শিরোপা নয়। খেলোয়াড়রা চমৎকার পারফর্ম করেছে, কোচিং স্টাফও অসাধারণ ভূমিকা রেখেছে। এই সাফল্য ফুটসালকে ব্রাজিলজুড়ে স্কুল, ক্লাব ও বিশ্ববিদ্যালয়ে আরও জনপ্রিয় করবে। এতে আরও দক্ষ কোচ ও খেলোয়াড় তৈরি হবে

 

ব্রাজিলের এই জয়ে নারী ফুটসাল আরও বিকশিত হবে এবং ভবিষ্যতে এই খেলার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিপি/ এএস