অবশেষে পদোন্নতি পেলেন পিডিবিএফের ১০৫২ জন

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম
অবশেষে পদোন্নতি পেলেন পিডিবিএফের ১০৫২ জন
ছবি- সংগৃহীত

দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। এক হাজার ৫২ কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন গ্রেডে পদোন্নতি পেয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পিডিবিএফে টি গ্রেডে ১০টি পদে এ কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি দেওয়া হয়

এতে যুগ্মপরিচালক (গ্রেড-৪) থেকে অতিরিক্ত পরিচালক (গ্রেড-৩) পদে ২ জন, উপপরিচালক (গ্রেড-৫) থেকে যুগ্মপরিচালক (গ্রেড-৪) পদে ৮ জন, সিনিয়র সহকারী পরিচালক/সিনিয়র দারিদ্র্য বিমোচন কর্মকর্তা (গ্রেড-৭) থেকে উপপরিচালক (গ্রেড-৫) পদে ৫০ জন, সহকারী পরিচালক/উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা (গ্রেড-৯) থেকে সিনিয়র সহকারী পরিচালক/সিনিয়র দারিদ্র্য বিমোচন কর্মকর্তা (গ্রেড-৭) পদে ৮৬ জন পদোন্নতি পেয়েছেন।

অন্য গ্রেডের মধ্যে সহকারী প্রোগ্রামার (গ্রেড-৯) থেকে প্রোগ্রামার (গ্রেড-৭) পদে ২ জন, সহকারী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা/উপসহকারী পরিচালক (গ্রেড-১০) থেকে সহকারী পরিচালক/উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা (গ্রেড-৯) পদে ১০৫ জন, হিসাবরক্ষণ কর্মকর্তা (গ্রেড-১০) থেকে সহকারী পরিচালক-হিসাব (গ্রেড-৯) পদে ১৯ জন, সিনিয়র মাঠ কর্মকর্তা/প্রশাসনিক কর্মকর্তা (গ্রেড-১১) থেকে সহকারী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা/উপসহকারী পরিচালক (গ্রেড-১০) পদে ৩৩৪ জন, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা (গ্রেড-১১) থেকে হিসাবরক্ষণ কর্মকর্তা (গ্রেড-১০) পদে ৫১ জন এবং মাঠ কর্মকর্তা (গ্রেড-১২) থেকে সিনিয়র মাঠ কর্মকর্তা (গ্রেড-১১) পদে ৩৯৫ জন পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতির পাশাপাশি পিডিবিএফে নতুন যুগের সূচনা হয়েছে।

২২ অক্টোবর ২০২৪ থেকে বর্তমান ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানটিতে স্বচ্ছতা, সুশৃঙ্খল কর্মপরিবেশ এবং নৈরাজ্য ও অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রধান কার্যালয়ের জন্য ভাড়ার পরিবর্তে নিজস্ব জমি ও ভবন ক্রয় করা, পদোন্নতি ও নিয়োগ প্রক্রিয়ায় মেরিটোক্রেসি নিশ্চিত করা, আইন সংশোধন এবং পেনশন কার্যকর করার উদ্যোগ গ্রহণসব মিলিয়ে পিডিবিএফে এক নতুন ইতিহাস রচিত হয়েছে।

বর্তমান ব্যবস্থাপনা পরিচালক পিডিবিএফকে জনবল সংকটঅনিয়মের জট থেকে রক্ষা করেছেনচব্বিশের গণঅভ্যুত্থানের পরহাজার ৬৬৫ জন নতুন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার কার্যকারিতাস্বচ্ছতা প্রমাণ করেছে

পদোন্নতিনিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা সরকারের বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে

ছাড়া আয়করযানবাহন রেজিস্ট্রেশন সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা সমাধান করা হয়েছেপ্রধান কার্যালয়ের জন্য আগারগাঁও প্রশাসনিক এলাকায় এক বিঘা জমি বরাদ্দ নিশ্চিত করা হয়েছে

পিডিবিএফ আইন সংশোধন, প্রবিধানমালা হালনাগাদ এবং পেনশন কার্যকর করার প্রক্রিয়াও চলছে, যা প্রতিষ্ঠানকর্মকর্তাদের মর্যাদা বৃদ্ধি করবে