1. হোম
  2. মতামত

ড. পল্টু দত্তের এক গুচ্ছ কবিতা

কে হেঁটে যায় আমার পিছু?

Bangla Post Desk
ড. পল্টু দত্ত
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
কে হেঁটে যায় আমার পিছু?
ছবি- বাংলাপোষ্ট

ঝুমুর ছন্দে, ফুলের গন্ধে রক্ত জবা পথের পাশে

দুপুর রোদের ঝিকি মিকি নরম হাওয়ায় ভেসে আসে

সবুজ পাতায় দোলে উঠে শিশির স্নিগ্ধ স্বপ্ন কিছু

আবির মাখে হৃদয় মাঝে, নয়ন চুমে কোন সে শিশু।

পথের মাঝে থমকে দাঁড়াই, কে হেঁটে যায় আমার পিছু।

কল্যাণ

তোমার চোখে মহেঞ্জোদারো, মেঘের কোলে হংস দোলে

ভোরের তারা শুদ্ধ গানে মেঘের ভালে জোয়ার তোলে

তোমার চুলে অমরাবতী, মিষ্টি শ্রাবণ সুরের ধারা,

শুভ ক্ষনে যাক না বয়ে, তোমার ভালে সুখের তারা।

ছড়িয়ে পড়ুক সুরের ধ্বনি, গাছের পাতায় আকাশ জুড়ে

সুখের ছায়া দোল খেয়ে যাক, প্রাণের মধুর সুরে।

জোছনায় ভাঙ্গা স্বপ্ন

ঘুমের ঘোরে স্বপ্ন উড়ে শিশির মাখা ঘাসে

মনের ভিতর দুষ্টু পেঁচা খিল খিলিয়ে হাসে

অমরাবতীর স্নিগ্ধ জলে একা হংস খেলে

কার শিয়রে জোছনা নামে, কেউ ফিরে না বলে।

ফুল এবং ভালোবাসা

ঘুমের ঘোরে আঁখি চুমে কোন সে ফুলের গন্ধ

শিশির ভেজা মনটা আমার তুলছে হাওয়ায় ছন্দ

ভোর বিহানে ফুলের বুকে স্বপ্ন বুনে যে

তাহার নামে ঝুমুর সুরে হৃদয় রঙে সাজে।

লিলির পাপড়ি ছুঁয়ে বলছি নাম লিখেছি পাতায়

তোমার বুকে বাঁধবো বাসা, হৃদয়-ফুলের ছায়ায়।

স্বপ্নে মাখা গোধূলি

সাঁজ বেলাতে পদ্ম রাগে, স্বপ্ন চোখে আবির ছড়ায়

মনটা আমার উদাস হলো. নীল গগনে মেঘের ছায়ায়।

কার আঙিনায় বসে আছো

ঝুমুর দোলায় নাচের তালে

আমি একা ভাবছি বসে, প্রেমের চোখে শেষ বিকেলে।

স্বপ্ন ভাসে পাখির ডানায়, মনের মাঝে সুখের ছোঁয়া

বলছে হৃদয় “তোমায় চাহি” আকাশ জাগায় মধুমায়া।

তোমার নামে সঁপে দিলাম

কথার মাঝে শব্দ-জালে খিলখিলিয়ে হাসে,

আকাশ নামে দূর্বা ঘাসে, কার আঙিনায় বসে?

কার অধরে ভোরের তারা পদ্মরাগে জ্বলে—

সোনার তরী ভিড়ে এলো শিশির শতদলে।

তোমার হাসি আবির ছড়ায় আমার হৃদয় -মনে

সাঁঝের হাওয়া চুমু খায় তোমার খোলা চুলে।

একটু বসো আমার পাশে, যাক না সময় ধীরে—

এই তো আছি, দিব্যি ভালো, সবকিছু আজ ঘিরে।

আজকের দিনটা তোমার সাথে, স্বপ্ন হয়ে জাগে-

তোমার শাড়ীর আচল দোলা বড্ডো ভালো লাগে।