1. হোম
  2. সারাদেশ

২০ আ.লীগ কর্মীর বিএনপিতে যোগদান

Bangla Post Desk
রায়পুর (লক্ষীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুর
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পিএম
২০ আ.লীগ কর্মীর বিএনপিতে যোগদান
ছবি- সংগৃহীত

লক্ষ্মীপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আবদুর রবসহ ২০ জন আ'লীগ কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সাবেক এই ইউপি সদস্য উত্তর চরবংশী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্বের সাধারণ সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে বিএনপির কার্যালয়ে আবদুর রব ও তার অনুসারীরা উপস্থিত হলে ইউনিয়ন সভাপতি ফারুক কবিরাজ ফুলের মালা দিয়ে তাদের স্বাগত জানান।

স্থানীয় সূত্র জানায়, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের স্বৈরাচারী কর্মকাণ্ড, নেতাদের মধ্যে দ্বন্দ্ব এবং দলীয় নিষ্ক্রিয়তার কারণে তারা বিএনপির কর্মসূচি ও আদর্শে আস্থা রেখে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন।

এই বিষয়ে সাবেক ইউপি সদস্য আবদুর রব বলেন, আমি স্থানীয় আওয়ামী লীগের কার্যক্রমে অসন্তুষ্ট ছিলাম। প্রতিবাদ করার কারণে আমাকে এবং আমার ওয়ার্ডের মানুষদের উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করা হতো। স্বেচ্ছায় এবং সচেতনভাবে ২০ কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিচ্ছি। আমাদের লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়।

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজ বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রবসহ ২০ জন কর্মী বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে এসেছেন। তাদের অভিজ্ঞতা আমাদের তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করবে।

আওয়ামী লীগের স্থানীয় নেতাদের এই বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই যোগদান স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

বিপি/ এএস