‘প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা’
পাবনার ঈশ্বরদী উপজেলায় প্রকাশ্য দিবালোকে একটি হত্যাকাণ্ড ঘটেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে লক্ষীকুণ্ডা ইউনিয়নের কামালপুর এলাকায় বিএনপি নেতা বিরু মোল্লা (৬৫) গুলিবিদ্ধ হয়ে মারা যান।
নিহত বিরু মোল্লা কামালপুর মোল্লাপাড়া গ্রামের মৃত আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।
স্থানীয়রা জানায়, হত্যার অভিযোগ রয়েছে নিহতের চাচাতো ভাই জহুরুল মোল্লার বিরুদ্ধে। জহুরুল মোল্লা একই এলাকার মৃত ইসলাম মোল্লার ছেলে। নিহতের ছেলে রাজিব মোল্লা জানান, ‘আমার বাবা ও জহুরুল মোল্লা দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধে জড়িত ছিলেন। মঙ্গলবার রাতে জহুরুল মোল্লা চরের জমি কাটছিলেন। সকালে বিষয়টি জানতে পেরে আমরা তার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলে তিনি ক্ষিপ্ত হয়ে প্রকাশ্য দিবালোকে অস্ত্র দিয়ে গুলি করেন। এতে আমার বাবা ঘটনাস্থলেই মারা যান। আমরা সুষ্ঠু বিচার চাই।’
অভিযুক্ত জহুরুল মোল্লার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিপি/ এএস