ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে ইসি
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:২০ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের সকল জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ১০টায় নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে এ বৈঠক শুরু হয়।
ইসি সূত্রে জানা যায়, নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আচরণবিধি প্রতিপালন এবং আইনশৃঙ্খলা এবং প্রার্থী ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতেই এই ব্রিফিং।
এর আগে গতকাল নির্বাচন কমিশন বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
আরও খবর
কর্ণফুলী টানেলে ট্রাফিক ডাইভারশন
‘আইন সবার জন্য সমান, অপরাধী কাউকে ছাড় দেয়া হবে না’
কর্মচারীদের প্রাপ্যতার চেয়ে উন্নত আবাসন সুবিধা দিতে পারবে সরকার
নির্বাচন বানচালের অপচেষ্টা রুখে দেবে সরকার: প্রধান উপদেষ্টা
চাকরিতে বয়স নিয়ে বড় ঘোষণা; সংশোধিত গ্যাজেট প্রকাশ