মাঠে ফিরছেন বহু ‘সমালোচিত’ ব্রাজিলিয়ান তারকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পিএম
ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার দানি আলভেস। ছবি- সংগৃহীত
সাবেক বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস ফুটবলে ফেরার পরিকল্পনা করছেন। ৪২ বছর বয়সী এই তারকা ২০২৩ সালে এক নারীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হন এবং এক বছর কারাভোগের পর জামিনে মুক্তি পান। সম্প্রতি ওই মামলায় তিনি খালাস পেয়েছেন।
ফুটবলে ফেরার সুযোগ না পাওয়ায় আলভেস নিজেই একটি ক্লাব কেনার পথে এগোচ্ছেন। পর্তুগালের তৃতীয় বিভাগে খেলা সাও হোয়াও দে ভের ক্লাবের ৫০ শতাংশ মালিকানা নেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ করেছেন তিনি।
ক্লাব কিনে ছয় মাসের জন্য খেলোয়াড় হিসেবেও চুক্তিবদ্ধ হবেন। পরবর্তীতে অবশিষ্ট ৫০ শতাংশ মালিকানা কিনে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
আলভেস সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে মেক্সিকোর পুমাসের হয়ে মাঠে খেলেন। তবে অভিযোগের পর তার সঙ্গে ক্লাবের চুক্তি বাতিল করা হয়।
বিপি/ এএস