নাশকতার অভিযোগে আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার
সুনামগঞ্জের ছাতক উপজেলায় নাশকতা, চাঁদাবাজি ও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে থানা এলাকা থেকে গ্রেফতার দেখিয়ে তাদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ১১নং গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে শামীম আহমদ (৫৪), ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি; ১৩নং ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামের শাবাজ মিয়ার ছেলে মো. রুমেল আহমদ (৩০), ভাতগাঁও ইউপি যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক; এবং পাথারীপুর গ্রামের কাফরুল মিয়ার ছেলে কাজল মিয়া।
ছাতক থানার ওসি মো. মিজানুর রহমান জানান, তাদের বিরুদ্ধে নাশকতা, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি, চাঁদাবাজি এবং বিশেষ ক্ষমতা আইনের আওতায় একাধিক অভিযোগ রয়েছে।
গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিপি/ এএস