1. হোম
  2. জাতীয়

কর্ণফুলী টানেলে ট্রাফিক ডাইভারশন

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ পিএম
কর্ণফুলী টানেলে ট্রাফিক ডাইভারশন
ছবি- সংগৃহীত

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ২৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত টানেলের যান চলাচল নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হবে।

এই সময়ে ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবের মধ্যে প্রয়োজন অনুযায়ী ট্রাফিক ডাইভার্সন করা হবে।

কর্ণফুলী টানেলের রক্ষণাবেক্ষণ চলাকালীন বিদ্যমান যানবাহনের পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত টানেলের উভয়মুখে যাত্রীদের অপেক্ষা করতে হতে পারে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, এটি টানেলের নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার জন্য নেয়া প্রয়োজনীয় পদক্ষেপ। কর্তৃপক্ষ সব সময়ের মতো ট্রাফিকের সঙ্গে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছে।

সেতু কর্তৃপক্ষ আশা করছে, এই নির্দেশনা অনুসরণ করে যানজট ও ঝুঁকি কমিয়ে নিরাপদভাবে টানেল ব্যবহার করা সম্ভব হবে।