1. হোম
  2. জাতীয়

কর্মচারীদের প্রাপ্যতার চেয়ে উন্নত আবাসন সুবিধা দিতে পারবে সরকার

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কর্মচারীদের প্রাপ্যতার চেয়ে উন্নত আবাসন সুবিধা দিতে পারবে সরকার

বিশেষ পরিস্থিতিতে প্রয়োজন মনে করলে সরকারি কর্মচারীদের প্রাপ্যতার চেয়ে উচ্চতর মানের আবাসন সুবিধা দেওয়ার সুযোগ রেখে আবাসন বরাদ্দ বিধিমালা সংশোধন করেছে সরকার।

এজন্য ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’ সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধিমালা অনুযায়ী, সোমবার (২২ ডিসেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফান্ডামেন্টাল রুলস-এর রুল ৪৫-এ প্রদত্ত ক্ষমতাবলে ১৯৮২ সালের বাংলাদেশ লোকেশন রুলস (বাংলাদেশ বরাদ্দ বিধিমালা) সংশোধন করে বিধি-৪ এ নতুন করে উপবিধি-২ সংযোজন করা হয়েছে।

নতুন উপবিধি-২ এ উল্লেখ করা হয়েছে—‘বিশেষ পরিস্থিতিতে সরকার প্রয়োজনীয় মনে করলে, কোনো সরকারি কর্মচারীকে তার প্রাপ্যতার চেয়ে উচ্চতর মানের আবাসন সুবিধা দিতে পারবে।’

এর আগে বিধি-৪ এ সরকারি কর্মচারীদের বেতন গ্রেড অনুযায়ী কোন শ্রেণির কর্মচারী কোন ধরনের সরকারি আবাসন সুবিধা পাবেন, তা স্পষ্টভাবে নির্ধারণ করা ছিল। সংশোধিত বিধিমালার ফলে আগের বিধানটি এখন বিধি-৪ এর উপবিধি-১ হিসেবে গণ্য হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এই সংশোধনের মাধ্যমে বিশেষ বিবেচনায় সরকারি কর্মচারীদের আবাসন বরাদ্দে সরকারের সিদ্ধান্ত গ্রহণ আরও নমনীয় হলো।