গানম্যান চেয়ে আবেদন হিরো আলমের
এবারে পরিবার ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান চাইলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। খুব শিগগিরই প্রধান উপদেষ্টার কাছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আবেদন করবেন বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
হিরো আলম আসন্ন নির্বাচনে তিনি রাজধানী ঢাকা এবং নিজের এলাকা বগুড়ার দুটি পৃথক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই হত্যার হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন তিনি। আর সে কারণেই নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হিরো আলম চাইছেন গানম্যান।
ফেসবুক পোস্টে হিরো আলম জানান, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সিদ্ধান্ত বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই তাঁকে ভয়ভীতি দেখানো হচ্ছে। পরিস্থিতি প্রতিকূল হওয়ায় তিনি জরুরি ভিত্তিতে একজন গানম্যান নিয়োগের জন্য সরকারের উচ্চপর্যায়ে অনুরোধ করবেন। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনি স্থানীয় প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করেছেন।
গত মাসে নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেও হিরো আলম কোনো নির্দিষ্ট দলের ব্যানারে লড়বেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে তিনি জানিয়েছেন, ইতোমধ্যে গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি এবং বাংলাদেশ শ্রমজীবী পার্টি থেকে তাকে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি স্বতন্ত্র হিসেবে কয়েকবার ভোট দিয়েছি। এবার কিছু দল প্রস্তাব দেওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছি। তবে দল যাই হোক, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য।’
এর আগেও তিনি বগুড়া ও ঢাকার উপ-নির্বাচনে অংশ নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন।