1. হোম
  2. আন্তর্জাতিক

‘ভারত সন্ত্রাসী রাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছে’

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ পিএম
‘ভারত সন্ত্রাসী রাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছে’

বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের নেতা শরিফ ওসমান হাদির হত্যার ঘটনায় ভারতকে দায়ী করে পাঁচটি দেশে ভারতীয় দূতাবাসের সামনে কর্মসূচি পালন করবে দেশটির শিখ সম্প্রদায়ের নেতা কর্মীরা।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আমেরিকান শিখ পলিটিকাল অ্যাকটিভিষ্ট এবং আইনজীবী গুরপাতওয়ান্ত সিং পান্নু। 

তিনি বলেন, ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। পৃথিবীর যে প্রান্তেই তাদের আধিপত্য ও প্রভাবের বিরুদ্ধে কেউ কথা বলছে, তাকেই তারা হত্যা করছে। ২০২৩ সালে আমাদের হারদীপ সিং নির্ঝারকে তারা রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে হত্যা করেছে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশের তরুণ নেতা শরিফ ওসমান হাদীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পৃথিবীর সব জায়গায় শিখ সম্প্রদায়ের জনগণ বাংলাদেশের মানুষের পাশে আছে এবং থাকবে বলে আশ্বাস দেন এই শিখ নেতা। 

এদিকে, ২৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও ইতালিতে ভারতীয় দূতাবাসের সামনে তারা বিক্ষোভ করবে বলেও জানান গুরপাতওয়ান্ত সিং।

একই সঙ্গে হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক আদালতের মাধ্যমে শাস্তি দেওয়ার দাবিও তোলেন শিখ সম্প্রদায়ের এই নেতা।

ভারত থেকে বেরিয়ে স্বাধীন শিখ রাষ্ট্র ‘খালিস্তান’ আন্দোলনের অন্যতম নেতা গুরুপতওয়ান্ত সিং পান্নু। তার সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-কে ২০২০ সাল থেকে ভারত সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করেছে। পরে ২০২৫ সালের শুরুতে ভারত এ সংগঠনকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছিল।