ক্রীড়াঙ্গনে যৌন হয়রানির প্রতিকারে বিশেষ ‘হেল্পলাইন’

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:২৪ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম
ক্রীড়াঙ্গনে যৌন হয়রানির প্রতিকারে বিশেষ ‘হেল্পলাইন’
ছবি: বাংলাপোস্ট

সম্প্রতি ক্রীড়াঙ্গনে যৌন হয়রানির কিছু ঘটনা উঠে এসেছে সিনিয়র ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম ও দেশের গণমাধ্যমের প্রতিবেদনে। যা সবার মাঝে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

অতীতে এসব অনাচারের খবর অনেক সময় প্রকাশ পায়নি। মূলত সামাজিক সঙ্কোচ ও প্রাতিষ্ঠানিক ভীতির কারণে ভুক্তভোগীরা অভিযোগ করতে পারেননি।

এই প্রেক্ষাপটে ক্রীড়া সাংবাদিকরা যৌন হয়রানির শিকার ভুক্তভোগীদের সহায়তা করার লক্ষ্যে বিশেষ একটি ‘হেল্পলাইন’ চালু করেছেন।

হেল্পলাইনটি ভুক্তভোগীদের শতভাগ গোপনীয়তা রক্ষা ও আইনি সহায়তা প্রদান নিশ্চিত করবে।

সোমবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ‘Stop The Predators : হোক প্রতিকার’ নামে ক্রীড়া সাংবাদিকদের একটি সংগঠন।

এতে বলা হয়, ভুক্তভোগীরা চাইলে তাদের অভিযোগ পাঠাতে পারেন নিম্নলিখিত ই-মেইল ঠিকানায়: stopharssment.bdsports@gmail.com

ক্রীড়া সাংবাদিকরা আশা প্রকাশ করে জানান, এই হেল্পলাইনের মাধ্যমে পাওয়া অভিযোগ কেবল হয়রানির প্রতিকার ও প্রতিরোধেই ব্যবহৃত হবে, কোনো ব্যক্তিকে হেয় করার উদ্দেশ্যে নয়।