জাহানারার অভিযোগ ‘ভিত্তিহীন’, দাবি মঞ্জুরুলের
বাংলাদেশের নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম তাকে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় দলের ক্রিকেটার জাহানারা আলম।
সম্প্রতি এক ক্রীড়া সাংবাদিকের সঙ্গে আলাপে এ অভিযোগ করেন তিনি। তবে এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন মঞ্জুরুল।
জাহানারার অভিযোগের প্রতিক্রিয়ায় বার্তা সংস্থা এএফপিকে বর্তমানে চীনে অবস্থানরত মনজুরুল বলেন, ‘সব মিথ্যা। আপনি দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন৷’
জাহানারা তার অভিযোগে বলেন, ‘উনি (মঞ্জুরুল) একদিন আমার কাছে আসলেন, আমার কাঁধে হাত রেখে বলছিলেন, তোর পিরিয়ডের কতদিন চলছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।’
মঞ্জুরুলকে নিয়ে অন্য এক অভিযোগে জাহানারা বলেন, ‘বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (মঞ্জুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।’
জাহানারার অভিযোগের পর এক বিবৃতিতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার (৭ নভেম্বর) জাহানারার সেই অভিযোগ নিয়ে কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। তিনি বলেন, ‘আমাদের দপ্তর থেকেও ভুক্তভোগীর (জাহানারা) সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।’
