গণমাধ্যমকে গুজবের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে: তথ্য উপদেষ্টা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:২৪ নভেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম
গণমাধ্যমকে গুজবের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে: তথ্য উপদেষ্টা
বাংলাদেশ প্রেস কাউন্সিলে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

গণমাধ্যমকে গুজব ও মিথ্যা তথ্যের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। পাশাপাশি জনগণের মধ্যে গণমাধ্যমের প্রতি আস্থাহীনতা কমানোর কাজও করতে হবে বলেও উল্লেখ করেন।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ প্রেস কাউন্সিলে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশিক্ষণ কর্মশালাটি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের অংশগ্রহণে ‘গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ’ পরিবেশনের ওপর আয়োজন করা হয়।

এ সময়, জেনে-বুঝে গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, বিগত ১৫ বছরের শাসনামলে অপতথ্যের প্রসার অনেক বেড়ে গেছে।

ভূমিকম্প সম্পর্কিত সংবাদ প্রসঙ্গে তিনি বলেন, কিছু গণমাধ্যম জনসচেতনতা বাড়ানোর পরিবর্তে আতঙ্ক ছড়াচ্ছে, যা দুঃখজনক।

মাহফুজ আলম বলেন, গণমাধ্যমের ওপর জনগণের আস্থা না থাকলে যে কেউ যে কোনো তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে পারবে এবং দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এজন্য গণমাধ্যমের ওপর জনগণের আস্থা ফেরাতে হবে।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের কার্যক্রম তুলে ধরে উপদেষ্টা বলেন, এটি কোয়াসি জুডিশিয়াল (আধা-বিচারিক) প্রতিষ্ঠান। বিগত সরকার প্রতিষ্ঠানটিকে অকার্যকর করে রেখেছিল। বর্তমান সরকার প্রেস কাউন্সিলকে কার্যকর করার উদ্যোগ নিয়েছে।

বিদ্যমান আইনের মাধ্যমে প্রেস কাউন্সিলকে শক্তিশালী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের অধিকার সংরক্ষণের জন্য সাংবাদিকরা প্রেস কাউন্সিলের দ্বারস্থ হতে পারেন।