নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস কমনওয়েলথ প্রধানের
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জবাবে আসন্ন নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন কমনওয়েলথ প্রধান শার্লি বচওয়ে।
সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন কমনওয়েলথ মহাসচিব।
এ সময় আসন্ন নির্বাচন প্রক্রিয়ায় গভীর আগ্রহের জন্য কমনওয়েলথ মহাসচিবকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তিনি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
জবাবে বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী উত্তরণে কমনওয়েলথের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন শার্লি বচওয়ে।
তিনি নিশ্চিত করে বলেন, নির্বাচনের আগে বাংলাদেশে বেশ কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কমনওয়েলথ।
বৈঠকে যুব উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগ, সামাজিক ব্যবসা বিস্তার এবং বেকারত্ব, কার্বন নিঃসরণ ও বৈষম্য কমাতে ‘থ্রি-জিরো ভিশন’ বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে উভয় পক্ষে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শার্লি বচওয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের উদার আতিথেয়তার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের সাক্ষাতের সময় আমরা বাংলাদেশের জাতীয় যাত্রা এবং সবার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত এবং সমৃদ্ধ ভবিষ্যতের জন্য বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্য আমাদের নবায়িত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছি।
একইদিনে কমনওয়েলথ মহাসচিব পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গেও সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, পাঁচ দিনের সফরে গত সপ্তাহে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন শার্লি বচওয়ে।
