রাজ্জাককে সরিয়ে নারী ক্রিকেটের প্রধান হলেন রুবাবা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্থায়ী কমিটির কয়েকটি বিভাগের দায়িত্ব পুনর্গঠন করা হয়েছে। এতে নারী ক্রিকেট বিভাগের প্রধানের দায়িত্ব পেয়েছেন রুবাবা দৌলা মতিন।
বেশ কয়েকদিন ধরে নারী ক্রিকেটে বয়ে যাওয়া বিতর্কের ঢেউয়ের মধ্যেই বিভাগটির দায়িত্ব দেওয়া হলো বিসিবির একমাত্র নারী পরিচালককেই।
মঙ্গলবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বিসিবি।
গত ৬ জুন বোর্ড নির্বাচনের পরদিনই ২৩টি স্থায়ী কমিটি বণ্টন করে বিসিবি। তখনো বিসিবি পরিচালক হননি রুবাবা দৌলা। গত ৩ নভেম্বর তাকে পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। ১৫ দিনের মাথায় এবার আবদুর রাজ্জাকের জায়গায় নারী বিভাগের দায়িত্ব পেলেন তিনি।
এদিকে, এতদিন এই বিভাগের প্রধানের দায়িত্ব পালন করা আবদুর রাজ্জাককে এখন বিভাগটির ভাইস চেয়ারম্যান করা হয়েছে। একইসঙ্গে জাতীয় দলের এই সাবেক স্পিনারকে নতুন করে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) প্রধান করা হয়েছে।
এতদিন এইচপির প্রধান ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তাকে অবশ্য বরখাস্ত করা হয়নি। এখন থেকে সাবেক এই অধিনায়ক দায়িত্ব পালন করবেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হিসেবে।
এতদিন এই দায়িত্বটি পালন করছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই। বিসিবি বস এখন থেকে বিপিএল গভর্নিং কাউন্সিলের পাশাপাশি ওয়ার্কিং কমিটির দায়িত্ব সামলাবেন।
