মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি
ভেনেজুয়েলার পাশে দাঁড়াল চীন-রাশিয়া
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২২ ডিসেম্বর) ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে জাতীয় নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন ট্রাম্প। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ভেনেজুয়েলা সরকারের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছে রাশিয়া, আর যুক্তরাষ্ট্রের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতিতে মাদুরোর জন্য সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে ক্ষমতা ছেড়ে দেওয়া। যুক্তরাষ্ট্রের চাপ আরও জোরালো করার ইঙ্গিত দিয়ে ট্রাম্প সতর্ক করে জানান, মাদুরো যদি কঠোর অবস্থান নিতে চান, তাহলে সেটাই তার জন্য মারাত্মক ভুল হয়ে দাঁড়াবে। আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এরই মধ্যে ভেনেজুয়েলার তেল খাতকে লক্ষ্য করে অভিযান শুরু করেছে মার্কিন কোস্টগার্ড। তারা তিনটি তেলবাহী ট্যাঙ্কার ধাওয়া করে আটক করেছে, যেগুলোতে আনুমানিক ৪০ লাখ ব্যারেল তেল রয়েছে।
ট্রাম্প জানান, এসব তেল ও জাহাজ আর ফেরত দেওয়া হবে না। প্রয়োজনে সেগুলো যুক্তরাষ্ট্রের কৌশলগত মজুদে রাখা বা বিক্রি করা হতে পারে। তার দাবি, ভেনেজুয়েলা এসব ট্যাঙ্কার ব্যবহার করে মার্কিন নিষেধাজ্ঞা পাশ কাটানোর চেষ্টা করছিল।
মার্কিন এই পদক্ষেপকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়েছে ভেনেজুয়েলা সরকার। পাল্টা প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট মাদুরো এক ভাষণে ট্রাম্পকে ভেনেজুয়েলা নিয়ে উদ্বেগ না দেখিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনৈতিক ও সামাজিক সংকটের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল জাতিসংঘে পাঠানো এক চিঠিতে বলেন, যুক্তরাষ্ট্রের এই অবরোধ শুধু ভেনেজুয়েলার জন্য নয়, বরং বৈশ্বিক তেল ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্যও বড় ধরনের অস্থিরতা তৈরি করবে।
এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্রের আচরণের তীব্র সমালোচনা করেন।
তিনি আরও বলেন, ক্যারিবীয় অঞ্চলে ওয়াশিংটনের সামরিক তৎপরতা আন্তর্জাতিক নৌ-চলাচলের জন্য হুমকি এবং রাশিয়া মাদুরো সরকারের পাশে থাকবে। একই সুরে চীনও যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভেনেজুয়েলার স্বাধীনভাবে উন্নয়ন ও অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য পরিচালনার পূর্ণ অধিকার রয়েছে।
তবে চীন ও রাশিয়ার এই অবস্থানকে তেমন গুরুত্ব দিচ্ছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার মতে, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া এতটাই ব্যস্ত যে ভেনেজুয়েলা ইস্যুতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ তাদের নেই।
এই ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তারা ওই অঞ্চলে সামরিক উপস্থিতি আরও জোরদার করবে—যা লাতিন আমেরিকায় নতুন করে রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা তৈরি করছে।
বিপি/ এএস